• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

শোবিজ

আবার হয়তো ফোন দেবে আমার কাছে আইয়ুব বাচ্চু, জেমস

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ মার্চ ২০২৪

বিনোদন ডেস্ক:

এখনও আমার মনে হয় না, আইয়ুব বাচ্চু নেই। আমি মনে করতেও চাই না। কিছুক্ষণ পর হয়তো আবার ফোন দেবে আইয়ুব বাচ্চু, সেই একই কণ্ঠস্বর শোনা যাবে। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেয়ার সময়ে এসব কথা বলেন ‘নগর বাউল’ জেমস।

দুদেশের দুজন প্রিয় সিঙ্গারের নাম উল্লেখ করতে বললে জেমসের ভাষ্য, কাকে রেখে কাকে বলবো? অনেক শিল্পী রয়েছে, যারা আমাকে ইন্সপায়ার করে। বাংলাদেশের আজম খান, আইয়ুব বাচ্চু, মাকসুদ রয়েছে। পশ্চিমবঙ্গের রূপম ইসলাম আমার সবসময়ের প্রিয়। নতুন অনেকেই আছে, যাদের গান আমি শুনি। ইন্সপিরেশন না পেলে তো এগিয়ে যাওয়া যায় না।

ভক্তরা তাকে ‘গুরু’ বলে ডাকে। বাতাসে এমনও গুঞ্জন ভাসে যে, তার জন্য ভক্তদের জেল পর্যন্ত যাওয়ার অভিজ্ঞতাও হয়েছে। সে কথা জেমস না জানলেও ভক্তদের স্মরণ করলেন পরম ভালোবাসায়। রক মিউজিকের শীর্ষ গায়ক বলেন, ভক্তদের ভালোবাসা শিল্পীকে বাঁচিয়ে রাখে। সম্ভবত আমি সৌভাগ্যবান। কারণ, মানুষ আমাকে ভালোবাসে। তাই এতো বছর ধরে জ্ঞান করে যেতে পারছি।

একটা দীর্ঘ সময়ে নতুন কোনো গান প্রকাশিত হয়নি নগর বাউলের। জেমসকে জিজ্ঞাসা করা হয়, তখন কীভাবে নিজেকে অনুপ্রাণিত করতেন তিনি? উত্তরে দুই বাংলায় জনপ্রিয় এই গায়ক বলেন, লাইভ পারফরমেন্স বা মঞ্চ একটা শিল্পীকে এগিয়ে নিয়ে যায়। লাইভ কনসার্টগুলোতেই তাকে মোটিভেটেড করে বলে জানান মাহফুজ আনাম জেমস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads